Loading...

আপনার হালখাতা, কিন্তু-সম্পূর্ন ডিজিটাল

খাতায় লিখে হিসেব রাখার দিন শেষ হল বলে!

Image

যেভাবে সবকিছুর শুরু

আয়মান চাচা, ৫০ বছর বয়স। বসেন উত্তরা হাউজ বিল্ডিং এর পাশেই এক মুদির দোকানে। উনার দোকান থেকে প্রায়ই সদাই কেনেন আরিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্র আরিফ- কথায় কথায় জানতে চান আয়মান চাচার ব্যাবসার কথা। দীর্ঘনিশ্বাস ফেলেন আয়মান সাহেব। জানান গত কয়েক মাস হল প্রায়ই বাকির হিসাবে ভুল হচ্ছে তার। আর এ সুযোগে অনেক কাস্টমার ই উনাকে প্রাপ্য টাকা পরিশোধ করছেন না। ফলে উনি পারছেন না মজুদ কিনতে পর্জাপ্ত। খাতা দেখে বাকির পরিমাণ আর সঠিক তথ্য বের করতে গিয়ে অনেক কাস্টমার এর সাথেই কিছুটা বাদানুবাদ এর ঘটনা ও হয়েছে বিস্তর।

একা নন আয়মান চাচা!

বাকির হিসাব রাখার এই প্রক্রিয়া টা নতুন নয় মোটেই। তাই সমস্যা টাও নতুন নয়। আরও অনেক ছোট বড় দোকানি রাই মুখোমুখি হচ্ছেন এরকম কিছু সমস্যার, প্রায় প্রতিনিয়তই।

নতুন নয় কারণ টাও!

খাতায় লেখার ফলে-

  • সহজ নয় হুট করে কোন তথ্য বের করা
  • সহজ নয় চিহ্নিত করা কারা সময়মত পরিশোধ করছেন না
  • সহজ নয় ব্যাল্যান্স মিলানো অনেক গুলো পাতা মিলিয়ে

প্রয়োজন সহজ কিন্তু সঠিক সমাধান!

নিজের ভাষায় সহজ ডিজাইন এর কোন সফটওয়্যার! আর সম্ভব হবে অনেক গুলো কারণে- ইন্টারনেট এর সহজলভ্যতা, স্মার্টফোন এর ব্যাপক প্রসার এবং গনমানুষ এর প্রযুক্তি পণ্যের ব্যাবহার আধিক্য ও জনপ্রিয়তা।

প্রাথমিক কাজ

প্রাথমিক ভাবে আমরা কথা শুরু করি কিছু স্থানীয় দোকানদার এবং ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীদের সাথে। তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের এপ্লিকেশন টি কেমন করতে চাই তার একটি ধারনা পাই।

ধারনা অনুযায়ী একটি লো ফিডেলিটি মক নিয়ে শুরু হয় আমাদের কাজ। আমরা বর্তমানে প্রাথমিক পর্যায়ে এপ্লিকেশন টির কাজ সম্পন্ন করেছি। যা ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

ডাউনলোড আলফা ভার্সন

উদ্দেশ্য

আমরা হালখাতা কে পৌঁছে দিতে চাই দেশের প্রতিটি ছোট বড় দোকানে যারা এই সমস্যা গুলোর মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত - সম্পূর্ন বিনামূল্যে!

এই সমস্যার মূল আমরা অনুধাবন করেছি আর তার সমাধান এর প্রত্যয়েই আমাদের কাজ চলবে। আমরা আশা করছি খুব অল্প সময়েই আমরা অনেকের মাঝে এই এপ্লিকেশনটি পৌঁছে দিতে পারব।

ডাউনলোড আলফা ভার্সন

ডাউনলোড করবার নিয়ম

আমরা এখনো আমাদের এপ্লিকেশন টি গুগল স্টোর এ রিলিজ দেইনি। এপ্লিকেশন টি এই মূহুর্তে আলফা স্টেইজ এ আছে। আপনি যদি এপ টি এই অবস্থায় ব্যাবহার করে আমাদের আপনার মতামত জানাতে চান তাহলে নিচের লিঙ্ক থেকে এপ টি ডাউনলোড করুন।

ডাউনলোড আলফা ভার্সন